বিধি উপায় বলনাঃ
লুবনা জেরিন সীমা
তাং– ১০/০৮/২০২২
বিধি আপন আপন করি যারে
সেইতো আপন নয়,
যে মানুষে কষ্ট দিয়ে হেসে কথা কয়
সেই মানুষকে কেমন করে ভালোবাসা যায়।
বিধি উপায় বলনা..
স্বার্থপর এই দুনিয়াতে কেউতো আপন নয়,
যার পাল্লা ভারী আছে সেইতো
দূরে রয়,
তাহার নাগাল পাওয়ার মত
সাধ্য আমার নাই।
বিধি উপায় বলনা..
জনম দুঃখী কপাল পোড়া বিধি
আমি একজনা।
মিছে মায়ায় না জড়িয়ে
তোমায় আমি চাই
বিধি,তোমার সাথে পিরিত আমার
যুগে যুগে অন্তরে।
তুমি রাহিম, তুমি কারিম, তুমি রহমান,
তোমার দয়ায় বেঁচে আছি ভবের সংসারে
এখন পাড়ের আশায় বসে আছি
পাড় করিও আমায়।
বিধি উপায় বলনা..
মিছে মায়ার সংসারে কে আছে আমার..
তুমি বিনে পরকালে সবাই হবে পর।
লোভ লালসার মোহে পড়ে
না-জানি করেছি কত গুনাহ
সকল গুনাহর পাপী আমি
আল্লাহ চাইছি আমি ক্ষমা,
তোমার দয়ার বরকতে যেন
বেহেশতের দেখা পাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *