শাহিনা আক্তার সপ্তপদী

মাঝি তীরে এসে ডুবালে তরী,
মোর দু’নয়ন জুড়ে অশ্রু ভরি ।
ঝড় তুফানে হেলায় ধরিলে হাল,
কূলে এসে দেখি একি মহাকাল!
মোর স্বপ্ন সাধনা গাহিবে গানে,
কেমনে ভাসাইবো নদীর বানে?
বাসায় না ফিরে কেমনে ভুলি,
সাথে রয়ে মোর সব রং তুলি ।
জলে হবে লীন যত ছিল ছবি,
কালো মেঘ ঢাকিবে দীপ্ত রবি ।
কল্পনার জাল বোনি দু’চোখে,
বুকের ব্যথায় জ্বরি যে শোকে ।
জলের মাঝে বন্ধ মোর শ্বাস,
অপ্রয়োজন বন্দির প্রাণ নাশ।
কখনো যদি বা ভেসে পাই কূল,
তখন ভাঙিবে মোর মনের ভুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *