রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর পহেলা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’ সারা দেশের ন্যায় কুড়িগ্রামে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে সোমবার সকালে কুড়িগ্রাম জেলা শহরে রেলি গণ সমাবেশ আলোচনা সভার আয়োজন করা হয়। মহান মে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরীফ, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অসীম কুমার সরকার , কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক রুস্তম আলী, সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান রাছেল, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাঙ্ক লড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হক, কার্যকরি সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নুরনবী মিয়া, সহ-সভাপতি আব্দুল হাকিম, আয়নাল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, একরামুল হক মিঠু, সাংগঠনিক সম্পাদক চাঁদ মিয়া, অর্থ সম্পাদক রুহুল আমিন, সড়ক সম্পাদক মিঠু মিয়া, আলম মিয়া, আতাউর রহমান, সায়েম মিয়া, দপ্তর সম্পাদক আখের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওহাব, সমাজকল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক এরশাদুল হক, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রজব আলী প্রেস বিপুল, কুড়িগ্রাম সদর শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর ইসলাম, শ্রমিক নেতা নুর আমিন মিলন, জয়নাল আবেদীন, মোজাম্মেল হোসেন, মজনু মিয়া, কুড়িগ্রাম জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক পলাশ চন্দ্র দেব, উপদেষ্টা কামাল হোসেন, কুড়িগ্রাম জেলা ওয়েল্ডিং স্টিল আলমারি ও ট্রাংক শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরজামাল, সাধারণ সম্পাদক বাবু মিয়া, কুড়িগ্রাম জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী সভাপতি আমিনুর রহমান , জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *