মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে বন্যা কবলিত এলাকায় ২০০ জন বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

রোববার (২৬ জুন) বিকেলে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে জিসকা ফার্মাসিউক্যালের সহযোগীতায় উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত হাতিয়া ইউনিয়নের গুজিমারীর চর ও হাতিয়া মাঝিপাড়া গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, চিড়া ২কেজি, ডাল ২কেজি, আটা ২কেজি, তেল ২লিটার, লবন ১কেজি করে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-জিসকা ফার্মাসিউটিক্যালসের সাদ্দাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার(নাগেশ্বরী সার্কেল) সুমন রেজা, সহকারী পুলিশ সুপার(রৌমারী সার্কেল) মাহফুজুর রহমান,  উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আতিকুর রহমান, উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন, এসআই মশিউর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *