কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন গোড়াই পিয়ার পিয়ারিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, উলিপুর উপজেলাধীন গোড়াই পিয়ার পিয়ারিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন। মাদরাসাটি জাহাঙ্গীর আলমের মায়ের নামে প্রতিষ্ঠা করা হয়। মাদরাসা প্রতিষ্ঠার পর হতে কতিপয় স্বার্থান্বেষী মহলের কারণে মাদরাসার উন্নয়ন কাজ মারাত্মক ভাবে ব্যহত হয়। একটি মহল মাদরাসার ম্যানেজিং কমিটির নেতৃত্বে থেকে মাদরাসার জমি থেকে শুরু করে মাদরাসার নামে উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ নাম কাওয়াস্তা কাজ করে আত্মসাৎ করে আসছে। এলাকার সচেতন জনগণের কারণে সম্প্রতি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ জাহাঙ্গীর আলমকে নাম প্রস্তাব করে কমিটির প্রাথমিক খসড়া বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। দীর্ঘদিন থেকে মাদরাসার উন্নয়নের বরাদ্দকৃত প্রকল্পের অর্থ আত্মসাৎকারী চক্রটি নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এলাকাবাসীর কাঙ্খিত ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নামীয় কমিটি অনুমোদন আটকে দিতে শিক্ষা অধিদপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করে। এ ঘটনায় গোড়াই পিয়ার পিয়ারিয়া দাখিল মাদরাসায় সোমবার দুপুরে উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সরেজমিনে বিষয়টি তদন্ত করে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষী গ্রহণ করেন। এলাকাবাসীর দাবি মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম ও তার পরিবার। এ কারণে সভাপতি পদে জাহাঙ্গীর আলমের অগ্রাধিকার ও দাবি সবচেয়ে বেশি। তার মাধ্যমে মাদরাসার উন্নয়ন হবে। এলাকাবাসী উন্নয়নের স্বার্থে সম্মিলিত ভাবে জাহাঙ্গীর আলমকে সমর্থন জানিয়েছে। এ ব্যাপারে থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা জানায়, গোড়াই পিয়ার পিয়ারিয়া দাখিল মাদরাসাটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকজন। মানবিক বিবেচনায় জাহাঙ্গীর আলমকে এলাকাবাসী সমর্থন জানিয়েছে। উন্নয়নের স্বার্থে আমিও জাহাঙ্গীর আলমকে সমর্থন জানাই। এ ব্যাপারে উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানায়, গোড়াই পিয়ার পিয়ারিয়া দাখিল মাদরাসা আমার মায়ের নামে প্রতিষ্ঠা করা হয়েছে। দীর্ঘ সময়ে স্বার্থান্বেষী মহল মাদরাসার উন্নয়ন না করে ফায়দা হাসিল করেছে। এবার মাদরাসার উন্নয়ন করে আমার মায়ের নামে প্রতিষ্ঠিত মাদরাসাটিকে একটি মডেল মাদরাসায় রুপান্তর করতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *