স্টাফ রিপোর্টারঃ

সারা বিশ্বের ন্যায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত।“ মানব মর্যাদা,স্বাধীনতা আর ন্যায় পরায়নতা,দাঁড়াবো সকলেই অধিকারের সুরক্ষায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলার উত্তর ধরলা কমিটির উদ্যোগে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভুরুঙ্গামারী উপজেলার ভাষানী মোড়ে সংস্থার উত্তর ধরলা কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানবাধিকার দিবসের বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান এডভোকেট আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান কামরুল। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা উত্তর ধরলা কমিটির চেয়ারম্যান আলোক্তগীন স্বপন,ডাঃ আব্দুল লতিফ ও কবি আসাদুজ্জামান খোকন। আলোচনা সভায় বিভিন্ন পেশার প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতীয় সংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষনাপত্র গ্রহিত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে ঘোষনা করে। চলতি বছর বাংলাদেশ ২০২৩-২০২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সীল(ইউএনএইচসি)এর সদস্য নির্বাচিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা মানবাধিকার ও মানব কল্যাণে সকল মানবাধিকার কর্মীবৃন্দকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *