এ কে খান :

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, বর্তমান যুগের অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের নেতৃত্বে টিএমএসএসের ৩ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘের ৬৮-তম নারী উন্নয়ন বিষয়ক অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে আমেরিকা গমন করেছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের  একটি ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার তাঁরা আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
দারিদ্র মোকাবেলা ও জেন্ডার দৃষ্টিকোন দিয়ে প্রতিষ্ঠানকে শক্তিশালী করণ ও অর্থায়নের মাধ্যমে জেন্ডার সমতা অর্জন এবং সমগ্র নারী ও মেয়েদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করণ প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ থেকে ২২ মার্চ পর্যন্ত জাতিসংঘ আয়োজিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৬৮-তম অধিবেশনে যোগদান ও বাংলাদেশসহ বিশ্বের নারী ক্ষমতায়নের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের লক্ষ্যে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম আমেরিকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। বিশ্বব্যাপী ১০.৩ শতাংশ নারীকে চরম দারিদ্র্যতায় রেখে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা অর্জন করা সম্ভব নয়। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন হলেও জেন্ডার অসমতা থাকায় এখনো অনেকেই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। বর্তমান নারীর সামগ্রিক উন্নয়নে নারী কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও অর্থায়ন জরুরী প্রয়োজন। সারা বিশ্বের নারীদের উন্নয়নে সম্ভাব্য করণীয় শীর্ষক বক্তব্য উপস্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে, যার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক সংগঠন এবং দেশের প্রধানগন আরো যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। তাঁর এ সফরে ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য উঠে আসার পাশাপাশি নারীর সমতা অর্জন ও দারিদ্র্য বিমোচনে করণীয় ও পরামর্শ আন্তজার্তিক পরিমন্ডল সম্প্রদায় জানতে ও বুঝতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ডক্টর হোসনে আরা বেগম এর সাথে টিএমএসএস প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর পরিচালক অধ্যাপিকা নাছিমা আক্তার জলি এবং টিএমএসএস পরিচালনা পরিষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম। টিএমএসএস প্রতিষ্ঠাতার নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক অধিবেশনে আমেরিকার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগের প্রাক্কালে টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তাগন ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *