ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি,

জয়পুরহাটে দুগ্ধ, মাংশ উৎপাদন ও বিপননে বিশেষ অবদান রাখায় ডেইরি ১ জন ডেইরি আইকোন, ৪ জন সফল খামারী ও ২জন গুনিজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে জয়পুরহাট ডেইরি ফার্মার্স এসোসিয়েশন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোঃ শাহাজাদা, বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম, জয়পুরহাট পুলিশ সুপার (সদ্য পদোন্নতি) তরিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে জেলার ডেইরি আইকোন হিসেবে সাদমান আলিফ মিম জয়, সফল গো-খামারী হিসেবে জয়পুরহাট শহরের সবুজ নগর এলাকার নির্মান শৈলী ফুড এর স্বত্তাধিকারী ফাতেমা আলম, সানন্দা ডেইরি ফার্মের স্বত্তাধিকারী হিরালাল সাহা, আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের জয় ডেইরি ফার্মের স্বত্তাধিকারী সঞ্জিব ঘোষ, পাঁচবিবি উপজেলার আহনাফ এগ্রো ফার্মের স্বত্তাধিকারি কানিজ ফাতেমাসহ ৭ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *