ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে সারাদেশের ২ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখিত সড়কের শুভ উদ্বোধন করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাফিউল ইসলাম, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থায়নে উল্লেখিত ২ হাজার কিলোমিটার মহাসড়কের মধ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর মহাসড়কের (জেড-৫০০৪) এর আওতায় প্রায় ১৮ দশমিক ৩৯ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হলো। যার ব্যয় ধরা হয়েছে ৩৪ দশমিক ১ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *