সরকার বেলায়েত ÷÷
পীরগঞ্জের গনমানুষের একটাই দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্হানীয় প্রার্থী চাই ÷÷।এরই ধারাবাহিকতায় বিশিষ্ট শিল্পপতি তরুণ উদোক্তা সিরাজুল ইসলাম সিরাজ আজ ৩০ জুন শুক্রবার জুম্মার নামাজ আদায় করে উপজেলা আওয়ামী লীগের ‘ইউনিয়ন ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতৃবৃন্দ কে নিয়ে ঝুমবৃষ্টির মধ্যেও কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় থেকে গনসংযোগ ও মতবিনিময় শুরু করেন ।এরপর আজমপুর’ নতুন বাজার ‘শেরপুর আর্মির বাজার হলদিবাড়ি ‘স্কুল মাঠ’ গাংজোয়ার স্কুল মাঠ’ ফরিদপুর গ্রাম’ লালদিঘি বন্দর ‘ বিষ্ণুপুর স্কুল মাঠ ‘ এবং পীরগঞ্জ ও সাদুল্যপুর উপজেলার সিমানা ধাপের হাট বন্দরে কয়েক হাজার মানুষের সাথে মতবিনিময় করেন ।এ সময় মাননীয় প্রধানমন্ত্রী কে আবেদন যানিয়ে পীরগঞ্জে তৃণমূলের মানুষের প্রানের দাবি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আসন ২৪ রংপুর ৬ আসনে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অথবা তরুণ উদোক্তা সামাজিক দ্বায়বদ্ধ মানুষ সিরাজুল ইসলাম সিরাজ কে মনোনয়ন দেওয়ার আহ্বান জানানো হয় । এ সময় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ তাদের অন্তরের চাওয়া কে স্বাগত জানিয়ে সিরাজের বক্তব্য শুনতে বৃষ্টির মধ্যেই হাজার হাজার নারী পুরুষ সমবেত হয় । কেননা গত দশ বছরে এই এলাকার মানুষ নৌকায় ভোট দিলেও তাদের সুখ দুঃখের কথা গরীব অসহায় পরিবারের বিবাহযোগ্য কন্যাদের পাত্রস্থ করতে সহযোগিতা না করা এমনকি সন্মানীত এমপি মহোদয়ের সাথে ঢাকায় দেখা করতে গিয়ে শতশত লোকজন ফিরে আসা ‘ সংসদ সদস্যের মনোনীত লোক যে পীরগঞ্জে দেখভাল করেন তার সাথে দেখা করতেও বিশাল মাপের নেতাদের পিছনে ঘুর ঘুর করতে হয় ।বাংলাদেশের অন্য উপজেলার মত পীরগঞ্জেও উন্নয়ন কর্মকান্ড হলে উল্লিখিত কারনে এ বছর তৃণমূলের লোকজন ক্ষোবে ফুঁসে উঠেছে ।তাদের এক দাবি নৌকায় ভোট দিব কিন্তু কোন ভাবেই সজীব ওয়াজেদ জয় অথবা সিরাজুল ইসলাম সিরাজ কে প্রার্থী হিসেবে দেখতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *