daraw-pothik

ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: বাংলা একাডেমীর বই মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের বর্ধিতাংশে নতুন বইয়ের মোড়ক উম্মোচনের মঞ্চে মৌলভীবাজারের লেখক সাদেক আহমেদের ৪র্থ গ্রন্থ নতুন ধারা প্রকাশনী থেকে প্রকাশিত ‘দাঁড়াও পথিক-মশা থেকে মশাই’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে গত ১২ ফেব্রুয়ারি রোববার । বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে- মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নটরডেম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাদার বেঞ্জামিন কোস্টা । লেখকের লেখা ৪র্থ গ্রন্থ ‘দাঁড়াও পথিক-মশা থেকে মশাই’ এর বিভিন্ন দিক নিয়ে আলোকপাতও করেন প্রধান অতিথি বেঞ্জামিন কোস্টা । তিনি বলেন যে- সমাজ ও রাষ্ট্রে বিভিন্ন অসংগতি, হারিয়ে যাওয়া নদ-নদী-হাওর-প্রকৃতি সাদেক আহমেদ তার লেখায় তুলে ধরার চেষ্টা করেছেন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট লেখিকা হাসিনা বেগম খুকি, স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি রবিউল হোসেন রবি প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *