কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ত্রি-ধারায় হিন্দু সম্প্রদায়ের অষ্টমী  স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় মঙ্গলবার ব্রহ্মপুত্র নদের চিলমারী উপজেলার রানীগঞ্জে স্নান উৎসব অনুষ্ঠিত হয়।

স্নান উৎসবের শুভলগ্ন সকাল ৮টা ১০ মিনিট শুরু হয়ে চলে ১০টা ১০ মিনিট পর্যন্ত। পাপ মোচনের আশায় বৃহত্তর রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক পুণ্যার্থী স্নান উৎসবে অংশ নেয়।

এছাড়াও ভারত ও নেপাল থেকেও এসেছেন পূণ্যার্থীরা।

স্নান উপলক্ষে ব্রহ্মপুত্রের তীরে এক কিলোমিটার ব্যাপী বসে অষ্টমী মেলা।

নির্বিঘ্নে অষ্টমী স্নান সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন আইনশৃংখলাসহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে।

এছাড়াও কুড়িগ্রাম সদর ধরলার নদীর ঘাট ও নাগেশ্বরীর নুন খাওয়াসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে স্নান উৎসব অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য রাজা পরশুরাম ব্রহ্মপুত্র নদে ত্রি-মোহনায় স্নান করে মাতৃহত্যার পাপ মোচন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *