River
ষ্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীতে বন্যার পর দেখা দিয়েছে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গনের শিকার হয়েছে উপজেলার ১৩২ টি পরিবারের ৬৩২ জন।
জানাগেছে,কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দুধকুমর নদের পানি বৃদ্ধি পাওয়ায় আকস্মিক বন্যায় দুধকুমর নদীতে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের তীব্রতায় দুধকুমর নদীর কড়াল গ্রাসে বিলীন হচ্ছে জনপদ। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ১১ টি পরিবারের ৪৪ জন,তিলাই ইউনিয়নের ৩১ টি পরিবারের ১২৪ জন,আন্ধারীঝাড় ইউনিয়নের ৪১ টি পরিবারের ১৬৪ জন,বঙ্গসোনাহাট ইউনিয়নের ৬৩ টি পরিবারের ২৫২ জন বলদিয়া ইউনিয়নের ১২ টি পরিবারের ৪৮ জন সহ মোট ১৩২ টি পরিবারের ৬৩২ জন নদী ভাঙ্গনে বসতবাড়ি ফসলী জমি হারিয়ে নিদারুন দুর্ভোগ ও তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এখনও তাদের পূর্নবাসন ও চাহিদা মেটানোর মতো সরকারী -বেসরকারী ভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রদান ও পুনর্বাসনে কার্যক্রম শুরু হয়নি। উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ শাহজাহান আলী মোল্লাহ ও আন্ধারীঝাড় ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ খোকন জানান, নদী ভাঙন ঠেকানো সহ ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও পূর্নবাসন জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে ভাঙ্গন কবলিত ও চরাঞ্চলীয় দুস্থ মানুষেরা সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *