mail-google

এইচ.এম ইমরান, শৈলকুপা (ঝিনাইদহ) থেকে :
ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে “জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা” শীর্ষক বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কনফারেন্স কক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শৈলকুপা উপজেলা প্রশাসন ও বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)’র আবাসিক প্রকৌশলী মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, সিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ খবির আহম্মেদ, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম আক্তারুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *