মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠিতে বেসরকারি শিক্ষক সংগঠন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের ডাকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ৮ দফা দাবী আদায়ের লক্ষে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম তালুকদারের সঞ্চালণায় জেলা স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বতে বক্তব্য রাখেন মাদ্রাসা জেনারেল শিক্ষক কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক শাহ মাহমুদ কবির, স্বাশিপ জেলা সাধারন সম্পাদক সাইফ খান জুয়েল। এছাড়াও বক্তব্য রাখেন সঞ্জিব রায়, মোস্তাক আহম্মেদ, মঞ্জুরুল হক, শাহিন আহম্মেদ, ফারুক হোসেন,রোজিনা আক্তার প্রমূখ। বক্তারা ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষকে চিরস্মরনীয় করে রাখতে দক্ষ জনশক্তি ও মানসম্মত শিক্ষা এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মানের জন্য শেখ হাসিনার ডিজিটাল বাংলা গড়ার লক্ষে শিক্ষকদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য, শিক্ষা
জাতীয়করণসহ পূর্ণাঙ্গ উৎসবভাতা, চিকিৎসা ভাতা,বাড়িভাড়াসহ ৮ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের আসু পদক্ষেপ কামনা করেন। এসময় ঝলকাঠি জেলার বেসরকারি বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের প্রধানগন, শিক্ষক এবং কর্মচারীরা অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *