কাজী শাহ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জানাগেছে, রবিবার ভোরে উপজেলার উত্তর গোতামারী গ্রামের বিলুপ্ত ছিটমহল এলাকার ৯০১ নং মেইন পিলার এলাকায়।
দইখাওয়া গ্রামের আছির উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন শনিবার দিনগত রাতের কোন এক সময় গরু পারাপারের জন্য সীমান্ত এলাকায় যায়। এসময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া বিএসএফ ক্যাম্পের জোয়ানদের হাতে আটক হয়। বিএসএফ জোয়ানরা নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় ৯০১ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় ফেলে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন সাদ্দামকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে মারা যায়। রংপুর থেকে লাশ তার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। হাতীবান্ধা থানা পুলিশ লাশ মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে যায়। গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক ও বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *