রতন সেনগুপ্ত
দক্ষিণ কলকাতা ভারত।
পরব প্রতিবাদ থেকে বাড়ি ফিরে নিজেকে গোটাই
সরে না থেকে বিবেকে বলেছি- সময় সাধ্য মত আছি
ভুল বুঝোনা আমায়,সাধ্যাতীত হতে পারি না ।
জয়ের ক্ষমতা জয়ে সার্বজনীন ইস্যু সব মাথা তুলে আসে
এত থিম থিমের বাহার কত মাথা খাটে
কে জানে কি থেকে কি সম্ভব, সম্ভাবনার শিল্প কসরত
কি জানি কত কিছু,কত কিছু নিয়ে বাঁচে ।
আমাকে বিবাগী করে সব কাঁটাতার,
তবু্ও পিলার গাঁথি, ঘিরি চারিধার,
এই হাতে এই মস্তিষ্ক ঘাঁটে নানা অজুহাত
এতো বিপ্রতীপ কর্মকাণ্ডে চিমটি কাটি,
দেখি চামড়া না আর্টিফিশিয়াল।