ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩ পতিতাসহ ৫জনকে কারাদন্ডে দণ্ডিত করেছেন। শুক্রবার রাতে পুলিশ উপজেলার মুন্সীবাজারে পরানধন এলাকার যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। শনিবার ১৩ আগষ্ট দুপুর ১২টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি রফিকুল আলম ভ্রাম্যমান আদালত করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। জানা যায়, শুক্ররার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর নামক গ্রামের লন্ডনপ্রবাসী আব্দুল খালিক চৌধুরীর চারতলা বাসায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান ও সিনিয়র উপ-পরিদর্শক জাহিদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় খদ্দের মৌলভীবাজারের জসিম উদ্দীন (৩০), ভৈরবের মিন্টু মিয়া (৫০), মৌলভীবাজারের শিপন দেব (২০) ও পতিতা শেরপুরের শ্রীবর্দি উপজেলার সাথী বেগম (৩৮), গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সুমী বেগম (২২) কে আটক করা হয়। ১৩ ই আগস্ট শনিবার দুপুর ১টায় পুলিশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কার্যালয়ে হাজির করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পতিতা সাথী বেগম ,সুমী বেগম এবং খদ্দের শিপন দেব, জসিম উদ্দিন কে ১০ দিনের ও ভাড়াটিয়া মিন্টু মিয়া (৫০) কে ১ মাসের কারাদন্ডে দন্ডিত করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল আলম, কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *