এ,কে,এম হাসানুজ্জামান-এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রামের রৌমারীতে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, ভোলায় বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারী সদর ইউনিয়ন বিএনপি। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভোলার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে এসে সমাবেশ করে সংগঠনটি।
রৌমারী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা দাবি করে বলেন, জ্বালানী তেল, সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতায় আনতে হবে এবং পরিবহনের ভাড়া কমাতে হবে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কবল থেকে রক্ষা দিতে হবে। ভোলায় পুলিশের গুলিতে নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *