33

মৌলভী বাজার সংবাদদাতাঃ
২৫ শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জয়ন্তী পালন করেছে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।

‘একুশে শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। কালচারাল অফিসার জ্যোতি সিনহার সঞ্চালনায় কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, নাট্যকার আব্দুল মতিন, লেখক, গবেষক মাহফুজুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার।

পরে দলীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পী মৌমিতা সিনহা, উপমা উর্বশী, মানিনি দাশ, প্রজ্ঞা লাবণী সেন, পরমা দেব এবং অদিতি ধর।

এরআগে দলীয় এবং একক নৃত্য ও গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *