আব্দুল সাত্তার টিটু চট্টগ্রাম ব্যুরোচীফঃ
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজনে ২য় বারের মতো আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ং সাংবাদিক সম্মেলন এম,এ,আজিজ স্টেডিয়াম কনফারেন্স রুমে টুনামেন্ট পরিচালনা কমিটি চেয়ারম্যান গোলাম মোঃ জোবায়ের সভাপতিত্বে এবং সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেন লিটন সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্পন্সর প্রতিষ্ঠান মেসার্স বাকলিয়া কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মোঃ সোলেমান, সচিব ইয়াসির আরাফাত। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ আলমগীর, মহসিন সাজু,মানিক,শাহ আলম ভূঁইয়া, মীর মোঃ ইকবাল, জোবায়ের বাশার,আলোউদ্দী ভূইয়া,মোঃশাহাবুদ্দিন,ইসমাইল,সাইমন আহমেদ সাহেদ,মিনহাজ মাসুম,মোঃ নূরউদ্দিন,অন্জয় দাশ,শহিদুল ইসলাম, আলামিন,মান্নাা উক্ত টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছো ১২ লক্ষ ২৫ হাজার টাকা দুই স্পপ্সর প্রতিষ্ঠান ১০লক্ষ টাকা প্রদান করার সম্মতি প্রদান করেছেন। খেলা নক আউট পদ্ধতিতে ১৬ টীম অংশগ্রহন করবে। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ১.৩০ হাজার টাকা, রার্নারআপ দলকে ট্রফিসহ ৮০ হাজার টাকা,সেরা খেলোয়াড় এবং সেরা গোলদাতা ১০,০০০ টাকা সহ লক্ষাধিক টাকার পুরস্কার রয়েছে।
আগামী ৫ ই আগষ্ট ২০২২ এ রোজ শুক্রবার বিকাল ৩ঃ৩০ মিনিটে উদ্বোাধনী খেলা অনুষ্ঠিত হবে এতে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী বনাম সন্দীপ ফুটবল একাডেমি।
টুর্ণামেন্টে অংশগ্রহন কারী ১৬ দলের খেলোয়াড় অধিনায়ক এবং টিম ম্যানেজার কে উদ্বোধনী খেলায় দলীয় জার্সি পড়ে উপস্থিত হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন