কলমে ঃশাশ্বতী রায়।
মা চিন্ময়ী রূপে এসো আমাদের চৈতন্য জাগিয়ে দাও।
আর মৃন্ময়ী রুপে পূজিতে চাহিনা মাগো তোমায়।
কারন কি জানো!!
আমার ঘরের দূর্গারা যখন ভুতলে পতিত হয় ভোগের বস্তু হিসাবে,
কামনা চরিতার্থ করতে যখন
অসুরেরা ধরাশায়ী করে।
কোথায় ছিলে তুমি?
বলো বলো একবার বলো!!
সেদিন কেন তুমি জাগ্রত হওনি মা?
চিল শকুনেরা, দুর্যোধনেরা ঘরের দূর্গাকে বস্ত্রহরণ করে খুবলে নিলো শরীর, কোথায় ছিলে মা?
যেদিন দুর্বৃত্তরা তোমার মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তখন তুমি মৃন্ময়ী মূর্তির রূপে কেন ছিলে ?
চিন্ময়ী রুপে কেন আসো নি? বলো বলো একটিবার,
তবে কি তখন তুমি দেখতে ও শুনতে পাওনি ?
নির্যাতিত দূর্গার কান্নার শব্দ চিৎকার তোমার কর্ণ কুহরে প্রবেশ করে নি?
হে চৈতন্যময়ী তোমার চেতনা কি তখন জাগে নি?
যেদিন তোমার চেতনা জাগবে চিন্ময়ী রুপে আসবে সেদিন তোমা পূজিবো ষড়োপচারে।
মৃন্ময়ী মূর্তির রূপে পূজিব না মা। ঘরের দূর্গার সাথে তোমার হোক বিসর্জন।