মোঃ নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি//
ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ /২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী,ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে “প্রতিটি শিশুর অধিকার রক্ষা, আমাদের অঙ্গীকার” এই প্রতিবাদ্যকে নিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আলোকে
এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ -২০২৪ উদযাপন এবং এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, মোঃ মোত্তালেব হোসেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস দেবনাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।
এছাড়াও সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।