ভুরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ভুরুঙ্গামারী উপজেলার ১ নং পাথরডুবি ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহবায়ক কাজী গোলাম মোস্তফা। পাথরডুবি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: মুকুলের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী নিজাম,রোকনুজ্জামান রোকন,উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম শান্ত,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান সোহেল (মনা),উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু,সদস্য সচিব মাঈদুল হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কাশেম প্রমুখ।কর্মীসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে সকলকে সকল দ্বিধাদ্বন্দ ভুলে সক্রিয়ভাবে কাজ করার আহবান জানান।