ঝালকাঠি প্রতিনিধি :শান্তি-শৃঙ্খলা সুষ্ঠু স্বাভাবিক রাখতে স্থানীয় ঝালকাঠি পৌরসভার ৮ নং ওয়ার্ডের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার বিকেল চারটায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ সৈয়দ হোসেন আহবায়ক, ঝালকাঠি জেলা বিএনপি
প্রধান বক্তাহিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন সদস্য সচিব, ঝালকাঠি জেলা বিএনপি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল ছালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মোঃ মাহেব হোসেন জেলা বিএনপি,এ্যাড, নাসিমুল হাসান মোঃ আনিসুর রহমান তাপু , এ্যাড, মিজানুর রহমান মুবিন সদস্য।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি চাঁদাবাজি বা দখলবাজি বন্ধ না করে, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এছাড়া, দলীয় নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হিন্দুদের মন্দিরে মন্দিরে পাহারা দেওয়ার নির্দেশদেন।
প্রধান বক্তা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন স্বৈরাচার হাসিনার পতন হয়েছে কিন্তু তার দোসররা এখনো দেশে রয়েছে। তাদের দিকে আপনারা খেয়াল রাখবেন তারা যেন কোন অপ্রতিকর ঘটনা ঘটিয়ে বিএনপির উপরে দায় চাপাতে না পারে।
দলের নেতা কর্মীর উদ্দেশ্যে বলেন কোথাও যদি কোন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচনে জনগণের ভোটে ইনশাআল্লাহ নির্বাচিত হব এবং সরকার গঠন করব। কোন সন্ত্রাসী চাঁদাবাজের বিএনপি’র দলে জায়গা হবে না ।